বাংলাদেশে আসছেন ডি মারিয়া ২০২৪

 


বাংলাদেশে আসছেন ডি মারিয়া ২০২৪

বাংলাদেশে আসবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার ডি মারিয়া। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন এমিলিয়ানো রোনালদিনিয়ো ও মার্তিনেজকে আনা কলকাতা উদ্যোক্তা শতদ্রু দত্ত।

এ বছর (২০২৪) মে বা জুন মাসে ঢাকায় আসতে পারেন ডি মারিয়া। ভারতের কলকাতা হয়ে ঢাকায় এসে দেড়দিন অবস্থান করবেন ডি মারিয়া। এ সময় বাংলাদেশের ভক্তদের সাথে সাক্ষাত করবেন তিনি।

কলকাতা থেকে শতদ্রু দত্ত বলেন, “২০২৩ সালেই ডি মারিয়ার কলকাতা ও বাংলাদেশে  আসার কথা ছিল। ক্লাব পোর্তো থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। ২৪ সালের মে’র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবে এটা নিশ্চিত”

এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো ও গত বছর (২০২৩) আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজকে বাংলাদেশের ঢাকায় এনেছিলেন শতদ্রু দত্ত।

Comments

Popular posts from this blog

ইসরায়েলকে সমর্থন করায় ডেভিড টিগারকে যুব বিশ্বকাপ দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড

ওয়ানডে অধিনায়ক হয়ে ফিরছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ