বাংলাদেশে আসছেন ডি মারিয়া ২০২৪
বাংলাদেশে আসছেন ডি মারিয়া ২০২৪
বাংলাদেশে আসবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার ডি মারিয়া। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন এমিলিয়ানো রোনালদিনিয়ো ও মার্তিনেজকে আনা কলকাতা উদ্যোক্তা শতদ্রু দত্ত।
এ বছর (২০২৪) মে বা জুন মাসে ঢাকায় আসতে পারেন ডি মারিয়া। ভারতের কলকাতা হয়ে ঢাকায় এসে দেড়দিন অবস্থান করবেন ডি মারিয়া। এ সময় বাংলাদেশের ভক্তদের সাথে সাক্ষাত করবেন তিনি।
কলকাতা থেকে শতদ্রু দত্ত বলেন, “২০২৩ সালেই ডি মারিয়ার কলকাতা ও বাংলাদেশে আসার কথা ছিল। ক্লাব পোর্তো থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। ২৪ সালের মে’র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবে এটা নিশ্চিত”
এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো ও গত বছর (২০২৩) আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজকে বাংলাদেশের ঢাকায় এনেছিলেন শতদ্রু দত্ত।
Comments
Post a Comment